আন্তর্জাতিক ডেস্ক:
ইমরান খান ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তাকে পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বললে বিন্দুমাত্র ভুল হবে না। কিন্তু এই কিংবদন্তিকে রেখেই পাকিস্তান ক্রিকেটের ইতিহাস নিয়ে ভিডিও তৈরি করেছে পিসিবি। বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
সমর্থকদের মধ্যে অনেকেই মনে করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ইমরানের ছবি ব্যবহার করেনি পিসিবি। ইমরানের সতীর্থরাও বিষয়টির সমালোচনা করেন। এবার তোপের মুখে পড়ে নতুন করে ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ভিডিওতে রাখা হয়েছে ইমরান খানের ছবি।
দুই মিনিট ৩৫ সেকেন্ডের নতুন ভিডিওটি নিয়ে পিসিবি লেখে, ‘২০২৩ বিশ্বকাপ সামনে রেখে পিসিবি প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে ২০২৩ সালের ১৪ আগস্ট একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটি ছিল সংক্ষিপ্ত, অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়ে গিয়েছিল। পূর্ণাঙ্গ ভিডিওতে সেই ভুলগুলো সংশোধন করা হয়েছে।’
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে বেশ সমৃদ্ধ এক ক্যারিয়ার পার করেছেন ইমরান। ৮৮ টেস্টে ৩৬২ উইকেট নিয়েছেন তিনি। ৬ সেঞ্চুরি ও ১৮ হাফ সেঞ্চুরিতে সাবেক এই অলরাউন্ডারের রান ৩ হাজার ৮০৭। ওয়ানডেতে ১৭৫ ম্যাচে নিয়েছেন ১৮২ উইকেট। রঙিন পোশাকে ১ সেঞ্চুরি ও ১৯ হাফ সেঞ্চুরিতে করেছেন ইমরানের রান ৩ হাজার ৭০৯।