স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সম্প্রতি জাতীয় গ্রন্থাগার নীতিমালা মন্ত্রিসভা বৈঠক অনুমদন করেছে। গ্রন্থাগার অধিদপ্তরের অধিনে বর্তমানে ৭১টি গ্রন্থাগার রয়েছে। পর্যায়ক্রমে সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি লাইব্রেরি কার্যক্রম সম্প্রসারণ করা হবে।’
আজ মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, প্রতি জেলা পর্যায়ে একতলা বিশিষ্ট যে লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। প্রতিটি লাইব্রেরি যাতে ডিজিটালাইজড হয় সেভাবেই তৈরি করা হবে।