স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানিগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কের সন্ধ্যাগাঁও এরাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের পাশের খালে ছিটকে পড়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর সন্ধ্যাগাঁও বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) প্রভাস কুমার সিংহ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় সিএনজির সব যাত্রী মারা গেছেন। তাদের সবার বাড়ি কোম্পানীগঞ্জ । দুর্ঘটনার পর অটোরিকশা ও মাইক্রোবাস দুটিই খালের পানিতে পড়ে যায়। মাইক্রোবাসের দুজন ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তাদের পরিচয় পরে বলা হবে।