চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ জুলাই) বিকালে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রযুক্তি মেলার স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় ১৮ টি স্টল স্থান পেয়েছে।
