রনি আলি, শিবগঞ্জ প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিহাব হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। বুধবার সকাল ০৯ টার দিকে দু্র্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিহাব আলী (১৪) দুর্লভপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
মানববন্ধনে নিহত সিহাবের পরিবার, সহপাঠী, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ গোলাম আযম, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য, মোঃ শাজাহান আলী, দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোঃ মমিনুর রহমান৷ সহকারী শিক্ষক মোঃ শাহীন আলী, নিহত শিক্ষার্থীর পিতা মোঃ সাইদুর রহমান ও মাতা মোসাঃ সুফিয়া বেগম। বক্তারা সকলেই নিহত শিক্ষার্থী সিহাব হত্যার সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান বলেন, ‘মেধাবী শিক্ষার্থী সিহাবকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের মাধ্যমে একটা পরিবারের স্বপ্নকে কবর দেওয়া হয়েছে। আশা করবো আইন প্রয়োগকারী সংস্থা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের শিক্ষার্থী হত্যার বিচার করবে। যাতে করে আর কোন শিক্ষার্থীকে এমন অমানবিক ঘটনার শিকার হতে না হয়।
নিহত সিহাবের পিতা মোঃ সাইদুর রহমান বলেন, ‘গত ৭ জুন আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, আমি আমার ছেলে হত্যার বিচার চাই৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কশন করে নিহত সিহাবের পিতা ও মাতা বলেন, আমার ছেলেকে হত্যার ৭ দিন পেরিয়ে গেলেও প্রশাসন থেকে কোন ধরনের ব্যাবস্থা গ্রহন করেননি, এমনকি মামলার প্রধান আসামীদের এখনো গ্রেফতার করতে পারেননি, তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার ছেলে হত্যার সুষ্ঠ বিচার চাই।
উল্লেখ্য, বাইসাইকেল ওভারটেক করা নিয়ে কথা কাটাকাটির জেরে নবম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে নিহত করা হয়। নিহত সিহাব আলী, শিবগঞ্জ বেইলি ব্রিজ সংলগ্ন এলাকার গঙ্গারামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে ও দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী, গত বুধবার (৭জুন) আনুমানিক সন্ধা ৭ টায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার এলাকার মহলদার পাড়ায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক রাত্রি ৮.১০ মিনিটে মৃত ঘোষণা করেন।
এইদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের হোসেন বলেন, নিহত শিক্ষার্থী হত্যার মামলা করেছেন তার পরিবার, ২ জন আসামি গ্রেফতার করা হয়েছে অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।