মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ :
অদ্য ০৮ জুলাই, ২০২৩ খ্রি. তারিখে কানসাট ইউনিয়নের বালুচর গ্রামে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
আমদানিকৃত আর্টিফিশিয়াল মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশ্রিত করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গুড় উৎপাদন করায় ফ্যাক্টরি মালিককে তিন মাসের এবং এক জন সহযোগীকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। শিবগঞ্জ থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জুবায়ের হোসেন জানান, আগামীতে জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত রাখা হবে।