নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“মাদক কে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রবিবার বিকালে (৩০ জুলাই ) এ উপলক্ষে বাংলাদেশ পুলিশ শিবগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ থানার চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, শিবগঞ্জ থানা ওসি অপারেশন এস এম নুরুল কাদির সৈকত, সাব ইন্সপেক্টর আবু তালেব, সাব ইন্সপেক্টর শিহাব আলী, শিবগঞ্জ থানা পুলিশের সদস্যগণ সুশীল সমাজের প্রতিনিধিরা, আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।