চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ে সোমবার সকালে বিদায়, নবীন বরন ও সংস্কৃতি অনুষ্ঠান-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মহাঃ শহীদুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালেক, বিদ্যালয়ের আবঃ প্রধান শিক্ষাক মোহাঃ বরকতুল্লাহ, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহ আব্দল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম সেন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল ইসলামসহ নবীন বিদায়ীও সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, “এ বিদ্যালয়ে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তোমাদের আগমন, সে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে মা-বাবা তোমাদের দিকে চেয়ে আছেন সে স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। এখন পরিক্ষা গ্রেডিং সিস্টেম তাই একবার পিছিয়ে পড়লে সেটা কাটিয়ে উঠা অনেক কষ্টকর। এজন্য নবীনদের শুরু থকেই সঠিকভাবে আগাতে হবে। সময়মত ক্লাসে আসতে হবে। নিয়মিত পাঠ শেষ করতে হবে। বিদ্যালয়ের একটি শৃঙ্খলাবিধি রয়েছে। আশা করি সেটা সঠিকভাবে মেনে চলবে”।