চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শ্যামপুর দক্ষিণ টিকোশ (কুত্তীপাড়া) গ্রামে গত ১৫-৮-২৩ ইং মঙ্গলবার সকালে পারিবারিক জমিজামার দ্বন্দ্বে বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে।
অনেকদিন থেকে জমিজমার দ্বন্দ্বে টিকোস দক্ষিণ পাড়ার একরামুল হকের ছেলে আব্দুল হাকিমের প্রকাশ্য দিবালোকে বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট করে আব্দুল হাকিমের ভাই সগর আলী, আবুল কাসেম এবং সাগর আলীর স্ত্রী সাকিনা বেগম, আবুল কাসেমের স্ত্রী সুন্দরী বেগম, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেশের আলীসহ আরো ৩/৪ জন দেশী অস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুর ও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়।
বিবাদী আব্দুল হাকিম বলেন, আমার ছেলে সুমন আলী ও আমার স্ত্রী সমিরন বেগমকে মারধর করে বাড়িঘর ভাঙচুর করে আমার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে চলে গেছে আমি এর সুষ্ঠ বিচার চাই।
অভিযুক্ত সাগর আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরীর জুবায়ের আহমেদ জানান, এ ঘটনায় দু পক্ষই থানায় অভিযোগ দিয়েছে তদন্ত প্রক্রিয়াধীন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।