রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে জাপান সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও, বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন এবং ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন। ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাপান সফরে কৃষি, মেট্রোরেল, ইন্ড্রাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিংসহ বিভিন্ন খাতের আটটি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হবার কথা রয়েছে। এ সফর দু’ দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে বলে জানান পরারাষ্ট্রমন্ত্রী।
১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।