রনি আলি, উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):
সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ এবং ৫৯ বিজিবি এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল (১২০০ বোতল) উদ্ধার করেছে।
উল্লেখ যে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১১ জুলাই ২০২৩ ইং তারিখ ২১.৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি কলোনীপাড়া তালতলা বাজারের হাফেজ হাইয়ুল হক, পিতা-মৃত আব্দুল মতিন এর গৌড় ইন্টারন্যাশনাল পাথর আমদানী রপ্তানিকরন স্টক ইয়াট এর সামনে, সোনামসজিদ হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাব এবং ৫৯ বিজিবি এর যৌথ অভিযানে ফেন্সিডিল ১২০০ (বারশত) বোতল সহ একটি ভারতীয় ট্রাক উদ্ধার করা হয়েছে।
সীমান্ত এলাকায় পাথর বোঝাই ভারতীয় ট্রাকে ফেন্সিডিলের একটি বড় চালান আসা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের অভিযানিক দল অপারেশন পরিচালনা করেন। অপারেশনে ট্রাকটি সনাক্ত করা গেলেও র্যাব এর উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। অতপরঃ ৫৯ বিজিবি এর সহায়তায় ভারতীয় ট্রাকটি তল্লাশি করে পাথরে লুকানো অবস্থায় ১২০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।