ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় চলন্ত বাস থামিয়ে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৭১ লাখ টাকা ডাকাতির মামলায় ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তার হয়েছেন সুজন (৩৯), আলামিন ওরফে রেহান, মিল্টন (৪৩), জাবেদ ওরফে সিরাজুল (৪০), নয়ন ওরফে বাবু (২৮), কামাল (৪৫), আ. রহমান ওরফে সাজ্জাদ (৪৫) এবং মাইক্রোবাস ড্রাইভার কবির (৪৬)।
পুলিশ সুপার জানান, গত ৩১ জানুয়ারি রাতে নাহিদ ও খোকন নামের দুই স্বর্ণ ব্যবসায়ী তাতিবাজার থেকে স্বর্ণ বিক্রির ৭১ লাখ টাকা নিয়ে বাসযোগে নবাবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় র্যাব পরিচয়ে তাদেরকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে সঙ্গে থাকা নগদ টাকা লুট করে তাদের ঢাকা-মাওয়া হাইওয়ের সিরাজদিখান এলাকায় ফেলে দেওয়া হয়। পরদিন এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হলে বাসে থাকা সিসি ফুটেজের তথ্য দেখে প্রথমে ডাকাত আল-আমিন ওরফে রেহানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একে একে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, লুট করা নগদ ১০ লাখ টাকা, র্যাবের ব্যবহৃত লোগো সম্বলিত পাঁচটি জ্যাকেট, একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, ফোল্ডিং ব্যাটন, ওয়াকিটকি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।