অনলাইন ডেস্ক:
মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর একজন শীর্ষ নেতা ও অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুসকে কক্সবাজারের উখিয়ার পালংখালীর তাজনিমার খোলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশী অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার জামিলুর রহমান। উখিয়ার পালংখালীর তাজনিমার খোলা এলাকায় এ অভিযান চালায় বলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়। গ্রেপ্তার মোহাম্মদ ইউনুস (৪০) উখিয়ার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১৩নং ব্লকের মৃত হাবিবুল্লাহর পুত্র।
র্যাবের সহকারী পুলিশ সুপার জামিলুর রহমান জানান, উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্প ও এর সংলগ্ন গহীন পার্বত্য এলাকাসমূহে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।
র্যাব-১৫ এসব সন্ত্রাসী গ্রুপের শীর্ষ নেতাসহ অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় উখিয়ার পালংখালীর তাজনিমার খোলা এলাকায় অভিযান চালিয়ে আরসা’র অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত হতে বিদেশী ১টি রিভলবার ও ৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে উখিয়া থানায় হেড মাঝি আনোয়ার হত্যা, মোহাম্মদ রফিক হত্যা, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগনোর নির্দেশদাতা, এপিবিএন সদস্যদের উপর হামলাসহ ৫টি মামলা রয়েছে।
এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদ্রাসায় ৬ জন শিক্ষক ও ছাত্রকে নৃশংসভাবে হত্যা, ইসলামী মাহাযের নেতা রফিক হত্যা, ইসলামী মাহাযের নেতা হাফেজ মাহবুব হত্যায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে মোহাম্মদ ইউনুস।