স্টাফ রিপোর্টার:
সারাদেশের রেল যোগাযোগ উন্নত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৪ জুন) সকালে ঢাকা-চিলাহাটি রুটের চিলাহাটি এক্সপ্রেস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ ও যাত্রীসহ সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
লোডশেডিং ও মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের কষ্ট তিনি অনুভুব করছেন বলেও জানান প্রধানমন্ত্রী।