স্টাফ রিপোর্টার:
দুই দফায় বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। এরই মধ্যে শেষ হয়েছে টেস্টের লড়াই। একমাত্র টেস্টে বিশ্ব রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টেস্টে এমন ভরাডুবির পর ওয়ানডে সিরিজের জন্য পূর্ণশক্তির স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে আফগানিস্তান।
আগামী ৫ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। একই মাঠে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১১ জুলাই। এ সিরিজের জন্য ১ জুলাই দ্বিতীয় ধাপে বাংলাদেশে আসবে আফগানরা।
২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে টেস্ট জিতে নিয়েছিল আফগানিস্তান। তাই এবার হয়তো টাইগারদের অতোটা গুরুত্বের সঙ্গে নেয়নি আফগানরা। দলের সেরা খেলোয়াড় রশিদ, মুজিব, ফারুকিদের বিশ্রামে রেখে টেস্ট দল বাংলাদেশে পাঠিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যার ফল অবশ্য মোটেও সুখকর হয়নি। ৫৪৬ রানের বিশাল হারের লজ্জায় ডুবেছে হাশমতউল্লাহরা।
টেস্টের তুলনায় ওয়ানডে আরও প্রিয় টাইগারদের। শান্ত, লিটন ও হৃদয়রা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। তবে ওয়ানডে সিরিজে টেস্টের মতো ভুলটা করতে চায় না আফগানরা। রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব-উর-রহমানের মতো তারকাদের রেখেই ১৮ সদস্যের দল দিয়েছে এসিবি। অধিনায়কের দায়িত্বে আছেন হাশমতউল্লাহ শহিদী। স্কোয়াডের বাকি সদস্যরা হলেন: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোঃ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, এ ওমরজাই, মুজিব, ফজল হক, জিয়া আকবর, আমি হক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার নোমান, সালেম সাফি ও সাঈদ এ শিরজাদ।