স্টাফ রিপোর্টার:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০২৪ সালের মধ্যেই বাণিজ্যিক উৎপাদনে আসবে বলে জানিয়েছেন পাওয়ার সেলের পরিচালক মোহাম্মদ হোসাইন।
রোববার (১১ জুন) এক ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, ‘স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে! শত প্রতিকূলতা পেরিয়ে ২০২৪ সালেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদন শুরু করবে ইনশাআল্লাহ। ‘
উল্লেখ্য, অক্টোবরে দেশে আসছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল ইউরেনিয়াম।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ প্রকল্প সংশ্লিষ্টরা। কেন্দ্রটি উৎপাদনে গেলে বিদ্যুৎ খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ।
এদিকে গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে স্থাপিত হয়েছে ‘কোর ব্যারেল’। রিয়্যাক্টরের অভ্যন্তরে যেসব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকে, তার ভেতর কোর ব্যারেল অন্যতম। এর ভেতরে স্থাপিত হয় জ্বালানি অ্যাসেম্বলি এবং ব্যাফেল। ফুয়েল অ্যাসেম্বলিতেই সংগঠিত হয় পারমাণবিক বিক্রিয়া।
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করছে রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটম।