রাজশাহীসহ বাংলাদেশে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী অস্ত্রধারী অপরাধী মাদক ও ভেজাল পণ্য উৎপাদনকারী ও ছিনতাইকারীসহ নানা অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫,এর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা গোদাগাড়ী থানাধীন সিএন্ডবি মোড়ে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১০গ্রাম হেরোইনসহ মিঠুন দাস নামে (২৬) এক ব্যক্তিকে আটক করে। সে চকনারায়নপুর,বাঘা থানার সুলীল দাসের ছেলে।
গ্রেফতারকৃত ব্যক্তি সে নিজেকে মুচি পরিচয়ে রাজশাহীতে বসবাস করলেও মাদক ব্যবসার জন্য গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তার বেশ আনাগোনা পাওয়া যায়। মুচি পরিচয়ে সে কাঠের বাক্সের ভিতর অভিনব কায়দায় হেরোইন পাচার কালে র্যাবের হাতে আটক হয়। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।