রাজধানীতে একই দিনে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সাভারের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেক পোস্ট বসানো হয়েছে।
বুধবার (১২ জুলাই) সকাল থেকে সাভারের আমিন বাজার, বিরুলিয়া এবং আশুলিয়ার নবীনগর, বাইপাইল, জামগড়াসহ বেশ কয়েকটি পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে সড়কে চলাচলরত যানবাহনে তল্লাশি চালানো হয়।
এসময় সন্দেহভাজন বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয় নি বলে জানায় পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন যানবাহন ও যাত্রীদের মধ্যে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয় নি।