স্টাফ রিপোর্টার:
মুষলধারে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। মঙ্গলবার (২০ জুন) দুপুরে এক ঘণ্টার বেশি সময় ধরে ঢাকার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে। যদিও এরপর বৃষ্টির দাপট কিছুটা কমে যায়।
টানা কিছু দিনের গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। এরপর অল্প অল্প বৃষ্টিতে কিছুটা কমেছে ভ্যাপসা গরম। মঙ্গলবার মুষলধারে বৃষ্টি আরও স্বস্তি নিয়ে এসেছে নগরজীবনে। যদিও বাইরে বের হওয়া মানুষ এতে কিছুটা ভোগান্তিতে পড়েন।
বেসরকারি চাকরিজীবী জুলফিকার আলী দুপুরে অফিসের উদ্দেশ্যে বাংলামোটরে যাচ্ছিলেন। রামপুরা থেকে হাতিরঝিলে এসে বৃষ্টির কারণে আটকা পড়েন তিনি। বলেন, নির্ধারিত সময়ে অফিসের উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে; যাওয়া যাচ্ছে না। অফিসে যেতে বিলম্ব হয়ে যাচ্ছে। আর একটু ভোগান্তি তো হচ্ছেই। তবে এটা ভেবে স্বস্তি হচ্ছে যে, ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে।
ব্যবসায়ী মাহবুব সরকার কারওয়ান বাজার গিয়েছিলেন পণ্য কিনতে। পান্থপথে ফেরার পথে বৃষ্টিতে আটকা পড়ে তিনি বলেন, তুমুল বৃষ্টি হয়েছে। অনেক দিন পর এমন বৃষ্টির দেখা পেলাম। এতে গরম আরও কমবে বলে মনে হচ্ছে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টায় এক পূর্বাভাসে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে চার বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।