নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“একটি কুচক্রী মহল যারা বাংলাদেশের স্বাধীনতা চাইনি যারা চাইনি এই বাংলাদেশের উন্নয়ন হোক, যারা চাইনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটুক তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল।”
৪৮ তম জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের আয়োজনে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে খাবার বিতরণ করা হয়।

অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অসহায়দের মাঝে খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।