‘ডান হাতে বোলিং করতে বললে পারবেন তো?’—শুধু এই প্রশ্নটাই করা বাকি থাকল। নইলে বোলিং নিয়ে তাঁকে প্রায় সব রকম প্রশ্নই করা হয়ে গেল এবং সব প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমানের একই কথা, ‘আমাকে যা করতে বলবে, আমি তা–ই করতে পারব। সব রকম বোলিংই আমি উপভোগ করি।’ তারপর একটা অমায়িক হাসি।
যেকোনো প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দেওয়া ক্রিকেটারদের কোনো তালিকা হলে মোস্তাফিজ ওপরের দিকেই থাকবেন। এটা অবশ্য তাঁর কোনো খুঁত নয়। মোস্তাফিজের কাজ ক্রিকেট খেলা, বল হাতে দলকে আনন্দে ভাসানো। সেটি যদি ঠিকঠাক করে যেতে পারেন, তাহলে আর অত কথায় কাজ কী!

গতকাল রূপগঞ্জের মাসকো–সাকিব ক্রিকেট একাডেমি মাঠে একাডেমির এলিট ক্রিকেটারদের সঙ্গে বিপিএলের প্রস্তুতি ম্যাচ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বাঁহাতি পেসার মোস্তাফিজ। এরপর দুপুরের খাবার সেরে মাঠের পাশের সবুজ ঘাসের ঢিবির ওপর এলায়িত ভঙ্গিতে শুয়ে রোদ পোহাচ্ছিলেন। তার মধ্যেই ওই কথোপকথনে মোস্তাফিজ হাসলেন বেশি, কথা বললেন কম।