আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ মেক্সিকোতে একটি বাস গিরিখাতে পড়ে গিয়ে অন্তত ২৯ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। গত বুধবার সকালে ঘটনাটি ঘটে।
বাসটি মেক্সিকো সিটি থেকে দক্ষিণ ওক্সাকা রাজ্যের মধ্য দিয়ে যাচ্ছিল। চালক ম্যাগডালেনা পেনাস্কো শহরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে এবং সকাল সাড়ে ৬ টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো জানিয়েছেন।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে গিরিখাতে পড়ে ২৯ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি ছেলেশিশু রয়েছে।
অবশ্য ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট সামনে এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো ইঙ্গিত দিয়েছেন, দুর্ঘটনায় আরো ২১ জন আহত হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা এএফপিকে বলেছেন, বাস দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৯ জন।