স্টাফ রিপোর্টার:
মূল্যস্ফীতির কারণে মানুষকে কষ্ট করতে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২০ জুন) একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় তিনি এ কথা বলেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, নিরাপদ খাবার পানি, স্যানেটারি, স্বাক্ষরতা, গড় আয়ু, ইন্টারনেট ব্যবহার বেড়েছে, যা প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
প্রবাসী আয় একটু বেড়েছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল পর্যায়ে এসেছে। তা ছাড়া মূল্যস্ফীতি কমছে। জুনের শেষে মূল্যস্ফীতি আরও কমবে।
তা ছাড়া আন্তর্জাতিক বাজারে তেল ও চালের দাম কমছে বলেও জানিয়েছেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে।
তা ছাড়া তৃণমূলে সেচ কাজে সোলার প্যানেল ব্যবহার ছড়িয়ে দেয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কৃষি উৎপাদনও বাড়াতে হবে। বেসরকারিভাবে সোলার প্যানেল বানালে সুবিধা দেয়া হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
প্রকল্পের জন্য জমি কম ব্যবহার করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশি অর্থ পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। এতে দেশি মুদ্রার চাপ কমবে।
সভায় (একনেক) ২৪ হাজার ৩৬২ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৬ কোটি ১৫ লাখ টাকা।
প্রসঙ্গত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, এপ্রিলের ৯ দশমিক ২৪ শতাংশের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশে, যা ১২ বছরে সর্বোচ্চ।