স্টাফ রিপোর্টার:
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশবাসীকে এ সপ্তাহ পুরোটাই তীব্র তাপদাহের মধ্য দিয়েই কাটাতে হবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বাংলাদেশের দিকে কম থাকায় তীব্র তাপদাহ অনুভূত হচ্ছে। তবে মৌসুমী বায়ু এমাসের মাঝামাঝি সময় প্রবাহিত হবে।
সোমবার আবহাওয়া অফিস জানায়, এপ্রিল মাসে ৮৬ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। মে মাসে কম হয়েছে ৪৬ শতাংশ। তবে টেকনাফে তিন থেকে চার দিনের মধ্যে মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত হতে পারে।
সারাদেশে গড়ে এই সময়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি স্বাভাবিক থাকার কথা। কিন্তু তা এখন পাঁচ থেকে ছয় ডিগ্রি বেশি হচ্ছে।
রোববার দিনাজপুরে স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি তাপমাত্র বেশি ছিল।
রাজধানীতে তীব্র গরম অনুভূত হওয়ার ব্যাপারে আবহাওয়া বলেছে, এখানে তাপ শোষণ করার মতো যথেষ্ট উপকরণ নেই।
গত ১০০ বছরে পৃথিবীর তাপতাত্রা দশমিক সাত থেকে আট ডিগ্রি সেলেসিয়াস বেড়েছে।