স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চে ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। সোমবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরসূচি প্রকাশ করে বিসিবি। উক্ত সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি একটি টেস্ট ম্যাচও খেলবে দুই দল।
সফরসূচি অনুযায়ী, আগামী ১২ মার্চ ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। মূল সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা।
ওয়ানডে দিয়ে শুরু হবে এই পূর্ণাঙ্গ সিরিজ। ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে এই দুই দল। এরপর ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২৩ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে। সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।
ওয়ানডে সিরিজের পর ২৭ মার্চ চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৯ এবং ৩১ মার্চ। ৪ এপ্রিল সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে।