ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ মার্চের প্রথম সপ্তাহে দেশে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আদানির বিদ্যুৎ ঠিক সময়েই আসতে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আদানির বিদ্যুতের দাম পায়রার চেয়ে কম হবে। রামপালের জন্য বাজারমূল্য অনুযায়ীই কয়লা কেনা হবে।
ভারতের আদানি গ্রুপ নিয়ে হিনডেনবার্গের রিপোর্টে তোলপাড়ের কথা বলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আদানি নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হলেও বাংলাদেশ তাদের কাছ থেকে সস্তায় বিদ্যুৎ, কয়লা ও নিরবিচ্ছন্ন সরবরাহ পাবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আদনি গ্রুপের বিদ্যুৎ এবং কয়লার দাম হবে প্রতিযোগিতামূলক। আদানি নিয়ে যে রিপোর্ট বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হচ্ছে তা ঠিক নয়।
বাংলাদেশে আগামী মার্চে আদানির ঝাড়খন্ডে স্থাপিত কেন্দ্র থেকে ৭৫০ মেগাওয়াট এবং এপ্রিলে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
উল্লেখ্য আদানি গ্রুপ শুধু বাংলাদেশে বিক্রির জন্য ঝাড়খন্ডে কয়লা ভিত্তিক ১৬০০ মেগাওয়াটের একটি কেন্দ্র বসিয়েছে। নসরুল হামিদ বলেন, আদানির এ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটাতে সহায়তা করবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস দেবার চেষ্টা করা হচ্ছে, যেন ফেব্রুয়ারির শেষ থেকে বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকে।