স্পোর্টস ডেস্ক:
গোটা বাংলাদেশ দল যখন এশিয়া কাপের স্বপ্নে বিভোর, তামিম ইকবাল ব্যস্ত নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে। পিঠের পুরনো চোট আর পড়তি ফর্মের সঙ্গে লড়াইয়ে জিতে এই ওপেনার ফিরতে চান বিশ্বকাপে। তাই তো ফিটনেস ঠিক করতে মরিয়া তামিম ব্যস্ত অনুশীলনে।
আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচের পরেই গোটা দেশকে চমকে দিয়েছিলেন তামিম। সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা। তবে সেই সিদ্ধান্ত বদলে ক্রিকেটে ফিরতে দেরিও হয়নি। দেশের ক্রিকেটে অবসর নিয়ে সংক্ষিপ্ততম সময়ে ফিরে আসার নজির এটিই। যা স্বস্তির পাশাপাশি হাস্যরসের জন্মও দিয়েছিল।
তবে স্বস্তি উবে যেতেও সময় লাগেনি। অবসর ভেঙে ফিরলেও এখনও যে মাঠে নামতে পারেননি তামিম। পিঠের ইনজুরি যে ভোগাচ্ছে তাকে। যার কারণে ছেড়ে দিয়েছেন জাতীয় দলের নেতৃত্ব। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপ খেলাটা নিয়েই আছে শঙ্কা।
বিশ্বকাপ খেলতে মরিয়া তামিম লন্ডন থেকে পিঠের চোটের চিকিৎসা করিয়ে ফিরেছেন বটে, কিন্তু সেই চিকিৎসা কতটুকু ফলপ্রসু হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ইনজেকশন নিয়ে মাঠে ফিরলেও পুরনো ব্যথা মাথাচাড়া দিতে পারে আবার। তবে সেসবে তামিমের থোড়াই কেয়ার।
অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠতে মরিয়া তামিম এরই মধ্যে শুরু করেছেন অনুশীলন। আপাতত ফিটনেস নিয়েই কাজ করছেন। জিমে ঘাম ঝড়াচ্ছেন। গত কয়েক বছরে ফিটনেস নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাকে। শরীরে মেদের উপস্থিতি স্পষ্ট। সতীর্থ সাকিব আল হাসান যেখানে ৩৬ বছরের দারুণ ফিট, দুই বছরের ছোট তামিম মুটিয়ে গেছেন বেশ।
ফিটনেস নিয়ে যে মরিয়া হয়ে কাজ করছেন তামিম তার ইঙ্গিত ফেসবুকেও পাওয়া গেল। গতকাল বুধবার (২৩ আগস্ট) ফেসবুকে নিজের অনুশীলনের দুটি ছবি পোস্ট করেছেন তামিম। যেখানে নিজের প্যাশনের জায়গা ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে তামিম যে মাঠে ফিরতে প্রাণপণে চেষ্টা করছেন তাই জানিয়েছেন। ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘নিজের আবেগকে অগ্রাধিকার দিন, এটা আপনাকে সুস্থ রাখবে।’
তামিম একাই নন, এই ফেরার লড়াইয়ে তার দিকে চেয়ে আছেন দেশের ক্রিকেট সমর্থকদের। সেরা ফর্মের তামিম যদি বিশ্বকাপে ফিরতে পারেন তবে সেটা দেশের ক্রিকেটের জন্যই দারুণ খবর হবে।