অনলাইন ডেস্ক:
রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে মদ্যপান করে মাতলামি করার অভিযোগে চারজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এসে মেডিসিন বিভাগে ভর্তি করান চিকিৎসক।
ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তরুণ কুমার অধিকারী জানান, আমরা খবর পেয়ে ধানমন্ডি লেকের পাড়ে যাই। সেখানে গিয়ে দেখি তারা চারজন মদ্যপান করে মাতলামি করছে। অকথ্য ভাষায় লোকজনকে গালিগালাজ করছে। এমন অবস্থায় এলাকার লোকজন তাদের ধরে আমাদের কাছে সোপর্দ করে। আমরা তাদের চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের চারজনের পূর্ণ ঠিকানা এখনও জানা যায়নি। পুরোপুরি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।