স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের ইতিহাস গড়ার পরের ম্যাচেই পথ হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিতলেই সিরিজ জয় নিশ্চিত, এমন ম্যাচে পাত্তাই পেল না নিগার সুলতানা জ্যোতির দল।
মিরপুরে বুধবার (১৯ জুলাই) ভারতের বিপক্ষে ১০৮ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে ভারতের দেওয়া ২২৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে জেমিমা রদ্রিগেস ও দেভিকা বৈদ্যের বোলিং তোপে মাত্র ১২০ রানে গুটিয়ে গেছে নিগার সুলতানার দল। এই ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় ফিরল হারমানপ্রীতের দল।