আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের গুজরাটে ফ্লাইওভারের ওপর গাড়ির চাপায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১টায় গুজরাটের আহমেদাবাদের ইস্ককন ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ও একজন হোম গার্ডের সদস্য রয়েছেন। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আহমেদাবাদের সরখেজ-গান্ধীনগর মহাসড়কের ইস্ককন ফ্লাইওভারে প্রথমে একটি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ছুটে যান পুলিশ সদস্যরা। এমন সময় বেপরোয়া গতিতে একটি জাগুয়ার গাড়ি উৎসুক জনতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত আরও চারজন হাসপাতালে মারা যান।
স্থানীয় স্যাটেলাইট পুলিশ স্টেশনের পরিদর্শক কে ওয়াই ভায়াস দুর্ঘটনা সম্পর্কে বলেছেন, ‘রাত ১টার দিকে ইস্ককন ফ্লাইওভারে একটি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনা সম্পর্কে জানার পর স্থানীয় পুলিশ এবং একজন হোম গার্ড জওয়ান ট্রাফিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। কী হয়েছে দেখতে ও কৌতুহল থেকে কয়েকজন পথচারীও সেখানে জড়ো হন।’
তিনি আরও বলেন, ‘যখন তারা ফ্লাইওভারের ওপর ছিলেন তখন একটি দ্রুত গতির জাগুয়ার গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন মারা যান। চারজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতদের মধ্যে একজন কনস্টেবল এবং হোম গার্ড জওয়ান রয়েছেন। অন্তত ১০ জন যারা আহত হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’