অনলাইন ডেস্ক:
অন্য সংসদীয় আসনের উপ-নির্বাচন এবং বেশিরভাগ সিটি নির্বাচন ইভিএমে হলেও ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন।
সোমবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি চলছে। বনানী বিদ্যানিকেতন মাঠ থেকে বিতরণ করা হবে নির্বাচনী সামগ্রী।
সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট নেয়া চলবে। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হবার পর এই আসনে উপ-নির্বাচন হচ্ছে।
নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার শেষ হয়েছে শনিবার মধ্যরাত থেকে। মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে।
এ উপলক্ষে আগামীকাল ঢাকা-১৭ আসনের সংশ্লিষ্ট এলাকাসহ সাতটি পৌরসভা এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে ইসি।
এছাড়া নির্বাচনী এলাকায় রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস, কার, পিকআপ ও অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।