রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীদের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় ডাকাতি হওয়া টাকার মধ্যে আরও ৫৮ লাখ সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট উদ্ধার করা হয়েছে সাত কোটি এক লাখ ৫৬ হাজার টাকা, গ্রেপ্তার হয়েছেন ১১ জন।
মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারীর একজনের নাম আকাশ। তাকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য দুই জন হলেন- হৃদয় ও নীরব। তাদের মধ্যে হৃদয়কে রাজধানীর কড়াইল বস্তি থেকে গ্রেপ্তার ও ৪৮ লাখ সাত হাজার টাকা উদ্ধার এবং নীরবকে নেত্রকোণা থেকে গ্রেপ্তার ও তার কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় আরেক মূল পরিকল্পনাকরী সোহেল এখনও পলাতক আছেন। তিনি আরও জানান, সোহেল টাকা পরিবহনকারী গাড়িটির নকল চাবি বানিয়ে রেখেছিল। পরিকল্পনা বাস্তবায়ন করতে সুনামগঞ্জ থেকে মোবাইল ও সিম সংগ্রহ করা হয়। সংগ্রহ করা হয় ৪ -৫ জন ব্যক্তিকে। ডাকাতির পর সেই টাকা দিয়ে গাড়ি কেনাসহ মানুষকে ধারও দিয়েছে এই ডাকাত সদস্যরা।
তিনি বলেন, সোহেলকে নজরদারিতে রাখা হয়েছে। তাকে ধরতে পারলে ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে।
উল্লেখ্য, গত ৯ মার্চ সকালে উত্তরায় বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।
ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল। ওইদিনই ছিনতাই হওয়া অধিকাংশ টাকা উদ্ধারের খবর দিয়েছিল পুলিশ। সোহেল মানি ট্রান্সফার প্রতিষ্ঠানটিতে ড্রাইভার হিসেবে কাজ করতেন।