বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য কোরবানির খরচ ছাড়া সর্বনিম্ন প্যাকেজ মূল্য ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ছিল ৫ লাখ ২২ হাজার টাকা। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পল্টনের হোটেল ভিক্টোরিতে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (হাব) এর সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ করেছেন সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজ্জ যাত্রীদের নিবন্ধন শুরু হবে।
হোসেন তসলিম বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজে যেতে মাথাপিছু খরচ পড়বে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। কোরবানির খরচ হাবের এই প্যাকেজের মধ্যে ধরা হয়নি। কোরবানি বাবদ অর্থ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি হজ প্যাকেজে বিমান ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ২ লাখ ৪ হাজার ৪৪৪ টাকা। পরিবহন ভাড়া ৩৫ হাজার ১৬২ টাকা। খাওয়ার খরচ ৩৫ হাজার টাকার পাশাপাশি ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা দিতে হবে সার্ভিস চার্জ হিসেবে।
তসলিম বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে। হজ যাত্রীদেরকে নিজ উদ্যোগে পাসপোর্ট সংগ্রহ করতে হবে; পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত। সেই সঙ্গে কোভিড টিকার তিন ডোজ নেয়া থাকতে হবে। হোসেন তসলিম জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৬৮ জন।