আন্তর্জাতিক ডেস্ক:
বিরোধী দলের বর্জনের মুখে গত সোমবার ইসরায়েলের সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করে বিল পাস হয়। ৬৪-০ ভোটে বিলটি পাস হয়। আর এর প্রতিবাদে ইসরায়েলজুড়ে বিক্ষোভ চলছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
নতুন এই বিলে সরকারি কিছু সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ প্রতীয়মান হলে, সেগুলো বাতিলে সুপ্রিম কোর্টের যে ক্ষমতা ছিল, তা সীমিত করা হয়েছে। বিলটির প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশন বয়কট করেন বিরোধী আইনপ্রণেতারা। বিরোধী দলের নেতারা এ সময় ‘শেইম’ বলে স্লোগান দেন।
সরকার গঠনের কিছুদিন পরই জানুয়ারিতে বিচারব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দেয় কট্টর ডানপন্থী নিয়ন্ত্রিত বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
দিনের শুরুতেই এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী ব্যক্তিরা পার্লামেন্টে প্রবেশের রাস্তায় অবস্থান নেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
সন্ধ্যায় আবারও হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারী ব্যক্তিরা সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গতকাল অন্তত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও সরকার অনড়। এই বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনাকারীদের একজন বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন তকালের ভোটকে সরকারের বিভাগগুলোর মধ্যে আরও ভারসাম্য আনার ‘প্রথম পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
সমালোচকেরা বলছেন, এই পরিবর্তন নির্বাহী বিভাগের ওপর কার্যকর ভারসাম্য রক্ষার ব্যবস্থাকে সরিয়ে ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দেবে। বিলটি নিয়ে ইসরায়েলের মিত্রদেশগুলোও উদ্বেগ জানিয়েছে।
এছাড়া পার্লামেন্টে ভোটাভুটির পরপর একটি রাজনৈতিক পর্যবেক্ষক গোষ্ঠী এবং মধ্যপন্থী বিরোধী নেতা বিলটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন।