রাজনৈতিক ডেস্ক:
বিএনপির ঐক্যের চেষ্টাকে জগাখিচুড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত ডিসেম্বরেও সরকারের পতনের স্বপ্ন দেখেছিল। এখন একদফায় যাচ্ছে, তবে এতে কোনো ফল হবে না।
বিএনপিসহ ৩২ দলের এক দফা আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৩২ দলের এই জগাখিচুড়ির ঐক্যে এক দফার আন্দোলনের পতন অনিবার্য। যে লক্ষ্য নিয়ে জগাখিচুড়ির এই ঐক্য তাতে ফল আসবে অসহনীয়।এবার তাদের ফল হবে ঘোড়ার ডিম।
ওবায়দুল কাদের আরও বলেন, সরকার যেমন আছে তেমনই থাকবে। একটা ঢেউও তো জাগাতে পারেনি। তাদের আন্দোলনে নেতা কে? ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে? এই জগাখিচুড়ি ঐক্যে দফায় দফায় পরিবর্তন। এই ৩২ দল টিকবে কিনা তার গ্যারান্টি নেই। আগেতো ছিল ৫৪ দল। এই জগাখিচুড়ি ঐক্যের পতন অনিবার্য।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ঢাকা সফর নির্বাচনকেন্দ্রীক নয় জানিয়ে কাদের বলেন, প্রসঙ্গক্রমে বিষয়টি আলোচনায় আসতে পারে।
আর ইইউ প্রতিনিধিদের সফর প্রশ্নে জানান, তারা সব দলের সঙ্গে কথা বলবে। তবে তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্তের কথা তারা কখনই বলেনি। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি আওয়ামী লীগই দিয়েছে।