স্টাফ রিপোর্টার:
সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী শুক্রবার থেকে সারা দেশে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহিনুল ইসলাম বলেন, আজ সোমবার ও কাল মঙ্গলবার ঢাকাসহ আশপাশের এলাকায় থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের চার বিভাগ সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম। মৌসুমের শেষের দিকে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে আজ সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।