বিনোদন ডেস্ক:
‘বার্বি’ ফ্যাশন উম্মাদনায় মেতেছে বিশ্বের অধিকাংশ তারকা। এবার সে তালিকাতেই যুক্ত হলো বলিউড সুপারস্টার সালমান খানের নাম!
শুক্রবার (৪ আগস্ট) ৫৬ তে পা রেখেছেন সালমানের ভাই ও বলিউড অভিনেতা আরবাজ খান। আর আরবাজের সেই জন্মদিনের পার্টিতেই ‘বার্বি’ ট্রেন্ডে গা ভাসালেন সালমান!
এদিন রাতে বান্দ্রায় আরবাজের বাড়িতেই ঘরোয়া আয়োজনে আয়োজিত হয়েছিল তার ৫৬তম জন্মদিনের পার্টি। আর সেখানে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সালমান। তার পরনে ছিল কালো রঙের টিশার্ট, যার উপরে চাপানো ছিল ধূসর রঙের শার্ট। তবে সবার নজর কেড়েছে সালমানের গোলাপি রঙের প্যান্টটি। যা দেখেই নেটিজেনরা মনে করছেন, সালমানও এবার ‘বার্বি’ ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
এক ভক্তের মন্তব্য, ‘ভাইজান এটা ‘বার্বি’ অনুপ্রাণিত প্যান্ট নাকি? আমি তো অবাক’। অপর এক নেটিজেন লেখেন, ‘ও একা বার্বি ওপেনহাইমারকে প্রচার করছে’। কেউ মন্তব্য করেছেন, ‘সালমানও ‘বার্বি’ চ্যালেঞ্জ করছে’।