স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও ডাকাতি করার মালামালসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার আরিফুল হক এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তাদের কাছ থেকে একটি দেশি লোহার পিস্তল, গুলি, একটি লোহার রড, লোহার চাপাতি, লোহার হাতুড়ি, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি চাকু, একটি প্লাস, হ্যাক্সো ব্লেডের হাতল, একটি গ্যাসের বার্ণার, একটি স্ক্রু ড্রাইভার, একটি কাটার, একটি ডাল রেঞ্জ, ২টি ড্রিল শেড মেশিনের ব্যবহৃত লোহার দন্ড ও একটি লাল রংয়ের মাল্টি চাকু।
আটককৃতরা হলেন- বাগেরহোট সদর উপজেলার পাতিলাখালী এলাকার নূর মোহাম্মাদ এর ছেলে জালাল শেখ (৫৭), একই এলাকার আঃ কালাম শেখ এর ছেলে কাদের শেখ (২৮), যশোর এর অভয়নগর উপজেলার ধনিরগাতী এলাকার মোতালেব এর ছেলে কামরুল ইসলাম (৪০), একই জেলার কোতায়ালী উপজেলার হামিদপুর এলাকার মোকছেদ আলী বিশ্বাস এর ছেলে ইকতিয়ার বিশ্বাস (৪২), নড়াইল জেলার লোহাহড়া উপজেলার কুন্দসী এলাকার ধলা গাজীর ছেলে জাকির গাজী (২৮)।
পুলিশ সুপার আরিফুল হক জানান, আটককৃতদের শনিবার আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে দেশের আরও কোথায় কোথায় ডাকাতি করেছে তা জানা যাবে। তবে প্রাথমিকভাবে রাজশাহীতে গত ২৫ জুলাই স্টোর ভেঙ্গে ডাকাতি ও রংপুরের একটি আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে তারা স্বীকার করেছে।