অনলাইন ডেস্ক :
এবার রাজধানীর মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ওই বাসে আগুন দেয়া হয়। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা যাওয়ার আগেই প্রত্যক্ষদর্শীরা আগুন নিভিয়ে ফেলে।
এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।