স্পোর্টস ডেস্ক:
মাত্রই শেষ হলো আফগানিস্তান সিরিজ। ক্রিকেটাররা আপাতত রয়েছেন বিশ্রামে। তবে সামনেই রয়েছে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো দুই টুর্নামেন্ট। বিশ্বকাপ ও এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের কথা বিবেচনা করে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প।
প্রাথমিকভাবে ক্যাম্পে ডাকা হবে ২৫ থেকে ২৮ ক্রিকেটারকে। যেখানে রাখা হতে পারে চলমান ইমার্জিং এশিয়া কাপে ভালো করা ক্রিকেটারদেরও। মেডিকেল টিম সবুজ সংকেত দিলে তামিম ইকবালও থাকবেন ক্যাম্পে। যদিও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এখনো নেয়া হয়নি কোনো সিদ্ধান্ত। ক্যাম্পে সুযোগ পাওয়া ক্রিকেটারদের তালিকা আগামী সপ্তাহে জানাবে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাত্রই একটা সিরিজ শেষ হলো। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি বড় প্রতিযোগিতা। নিউজিল্যান্ড সিরিজও আছে। সবকিছু বিবেচনা করে আমরা ২৯ জুলাই থেকে ঢাকায় একটি ক্যাম্প শুরু করবো। প্রাথমিক আলোচনাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তবে সেখানে দুশ্চিন্তার নাম সবশেষ তিন ওডিআই হোম সিরিজের দুটাতেই হারের আক্ষেপ। ব্যাকআপ ওপেনার, সাত নম্বর পজিশন নিয়েও বিপাকে টিম ম্যানেজমেন্ট। তাই প্রাথমিক দল হবে ২৫ থেকে ৩৫ জনের৷ এছাড়াও, ইমার্জিং এশিয়া কাপে যারা ভালো করেছেন তারাও ক্যাম্পে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন নান্নু।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ক্যাম্প যখন শুরু হবে তখন তো আপনারা দেখবেন-ই কারা থাকছে। আমরা এই বিষয়ে আলোচনা করছি। একটা বড় স্কোয়াডই আমরা ওইখানে দেবো, প্রায় ২৭-২৮ জনের। সবকিছু পর্যালোচনা করেই কিন্তু স্কোয়াডটা দেয়া হবে। আর এখানে সাত নম্বর কিংবা এক নম্বর নয়, এ বৈঠকে সকল বিষয়েই আলোচনা হয়েছে।’
মার্চে ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামের আড়ালে কোথাও নেই মাহমুদউল্লাহ রিয়াদ। সে বিশ্রাম কী শেষ হবে এবার? তামিমের ক্যাম্পে থাকা নিয়েও আছে প্রশ্ন। গণমাধ্যমে মাহমুদুল্লাহর দলে ফেরার বিষয়ে নান্নু বলেন, ‘এটা এখনই আমি বলতে পারব না। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব, তারপরে আপডেট দিতে পারব।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় ক্যাম্পের শুরুতে থাকছেন না সাকিব, লিটন, মুশফিক, তাসকিন। তবে মাঝামাঝি সময়ে তাদের পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট৷