অনলাইন ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে পর্যায়ক্রমে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এর মধ্যে আড়াই বিলিয়ন ডলার দেয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
বুধবার ২৩ আগস্ট বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।
ডেঙ্গু পরিস্থিতর বিষয়ে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত ৫০০ জনের মৃত্যু হয়েছে এক লাখের বেশি আক্রান্ত। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে স্প্রে জোরদার করতে হবে ভেজাল ওষুধ ব্যবহার থেকে দূরে থাকতে হবে।
বিশ্বব্যাংকের সহায়তা সম্পর্কে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক থেকে আগামী পাঁচ বছরে স্বাস্থ্য সেবা খাতে পর্যায়ক্রমে ৫ বিলিয়ন ডলার সহায়তা পাব আশা করছি যা ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়তা করবে। টিকা তৈরির যে কারখানা স্থাপন করা হচ্ছে সেখানেও তারা ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। রোহিঙ্গাদের জন্য ৭০০ মিলিয়ন ডলার দেয়ার কথা নিশ্চিত করেছে, যা অবকাঠামো ও সেবার মান বাড়াতে খরচ করা হবে।