বাংলাদেশের সাথে রাজনৈতিক, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তার সাথে সাক্ষাত শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র পাশে থাকার আশ্বাস দিয়েছে। এদিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ডেরেক শোলে। এ সময় মন্ত্রীর সাথে বৈঠক করেন এক ঘণ্টারও বেশি সময় ধরে।
পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একশো বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ডেরেক শোলে বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে বলেছেন, দ্বিপাক্ষিক সব ইস্যুতেই একসাথে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন। গত ৫০ বছরে সম্পর্ক অনেক দূর এগিয়েছে মন্তব্য করে শোলে বলেন, আগামীতে এ সম্পর্ক আরও টেকসই করবে দুই দেশ।