আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের আসন্ন নির্বাচনসহ অভ্যন্তরীণ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে কঠোর সমালোচনা করেছে ইরান।
শুক্রবার ইরানের জাতীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিতে ‘বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপ’ শিরোনামের এক প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক ‘অবিশ্বাস ও সন্দেহে’ ভরা। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরও বলা হয়, “বেইজিং এবং ঢাকার মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ওয়াশিংটনের উদ্বেগের কারণ”।
বাংলাদেশে নির্বাচনে চলতি বছর পশ্চিমা দেশগুলো কূটনীতিক তৎপরতা বেশ জোরালো। নির্বাচন নিয়ে মার্কিন কর্মকর্তাদের এই তৎপরতা নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। এবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে ধুয়ে দিয়েছে দেশটি।
প্রতিবেদন উপস্থাপন করার সময় উপস্থাপক বলেন, বিশ্বজুড়ে তথাকথিত গণতন্ত্রের নামে নিজের স্বার্থে সরকার পরিবর্তনের ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রের। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীও বিষয়টি বাংলাদেশের সংসদে উল্লেখ করেছেন। তাদের (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ তুলেছে বাংলাদেশের শেখ হাসিনা।
প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশিদের ওপর বিতর্কিত একটি ভিসানীতিও জারির প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, এতেই বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের ক্রোধের মাত্রাটি বোঝা যায়।
এ ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক স্বার্থ রয়েছে দাবি করে প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন নিজ স্বার্থে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত ও এগুলোর উপর হস্তক্ষেপ করার মাধ্যমে মূল্যবান সম্পদ, বাণিজ্য রুট, কৌশলগত অবস্থানকে ব্যবহার করতে চায়। এ সময় প্রেস টিভির অনুষ্ঠানে পাকিস্তান থেকে স্কাইপে যোগ দেন ভূ-রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী। যুক্তরাষ্ট্র বাংলাদেশে সরকার পরিবর্তন চায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সব জায়গাতেই রেজিম চেঞ্জের চেষ্টা একটা বাস্তবতা। কোনো উন্নয়নশীল দেশ যদি পশ্চিমাদের নীতি অনুসরণ না করে, সেক্ষেত্রে রেজিম চেঞ্জ একটি ‘অপশন’। কিন্তু বাংলাদেশকে এখন নিজ দেশের রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতির পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষা করার চ্যালেঞ্জকে সামলাতে হচ্ছে।