স্টাফ রিপোর্টার:
বরিশাল সিটি নির্বাচনে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। জয়ী হলে নগরীর খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন বলে জানান তিনি। অন্যদিকে খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন দলের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়াতে প্রচার চালাচ্ছেন তারা।
বুধবার দুপুরে বরিশালের ক্রাউন কনভেনশন হলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ।
৩৫ দফা ইশতেহারে তিনি জানান, জয়ী হলে অনাকাঙ্ক্ষিত হোল্ডিং ট্যাক্স রোধ, নগরীর খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন। এছাড়া অ্যাপের মাধ্যমে নাগরিকদের সমস্যা জেনে সমাধানের ব্যবস্থা নেবেন তিনি।
আবুল খায়ের আব্দুল্লাহকে জয়ী করার লক্ষ্যে প্রচারে নেমেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা টিম।
খুলনাতেও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন দলের কেন্দ্রীয় নেতারা। সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়াতেই তারা নগর জুড়ে প্রচার চালাচ্ছেন।
এদিকে রাজশাহীতে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারে নামেন তার দলের নেতাকর্মীরা। বসে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুরশিদ আলম। প্রচারের মাঠে ছুটে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও।
আগামী ১২ জুন বরিশাল ও খুলনাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজশাহীতে ভোট হবে ২১ জুন।