বগুড়ায় উপনির্বাচনে প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের জন্য ভোট চাইলেন ঢাকাই ছবির নায়িকা মুনমুন। শুক্রবার গভীর রাতে বগুড়ায় হাজির হন তিনি। পরে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের হয়ে ভোটের প্রচারণা শুরু করেন মুনমুন।
শুক্রবার রাতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় মুনমুনকে। শনিবার সকালেও হিরো আলমের সঙ্গে ভোট চাইতে বগুড়ার নানা জায়গায় যান তিনি।
চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘হিরো আলম আমার স্নেহের ছোট ভাই। তার ভোট জন্য চাইতে উত্তরবঙ্গে আসা। ও আমাকে ফোন করে বলে আপু ভোটে দাঁড়িয়েছি একদিন এসে দোয়া দিয়ে যাইয়েন। ওর কথা ফেলতে পারিনি। তাই ছুটে আসা।’
একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারের উদ্দেশে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়ন হবে। হিরো আলম অনেক সংগ্রাম করে এত দূর পর্যন্ত এসেছে। ভোটারদের প্রতি অনুরোধ, আপনারা হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে এমপি নির্বাচিত করুন।’
হিরো আলম বলেন, ‘মুনমুন আপাকে আমি খুবই শ্রদ্ধা করি। তিনি আমাকে দোয়া দিয়ে গেলেন। ভোটারদের চমক দেখাতে আজ রাতে বগুড়া-৬ আসনে অর্থাৎ বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামবেন চিত্রনায়িকা জেসমিন। এ ছাড়া একতারার প্রচারণায় আসছেন চিত্রনায়িকা নাসরিন, কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী।