অনলাইন ডেস্ক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নবীন শিক্ষার্থীকে নির্যাতনে ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীসহ পাঁচ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়ায় নতুন করে শাস্তি আরোপের নির্দেশ দেওয়া হয়েছে।
এই পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা যথাযথ আইনি প্রক্রিয়ায় না হওয়ায় বুধবার এ আদেশ দেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে বিশ্বিবিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মো. মহসিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।