অনলাইন ডেস্ক:
প্রায় ৫ ঘণ্টা বন্ধের পর বেলা পৌনে ৩টার দিকে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। চাকরি স্থায়ীকরণের দাবিতের রেলের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারীরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার-এফডিসি রেল ক্রসিং বন্ধ করে অবরোধ করেন তারা। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। শিডিউল বিপর্যয়ে পড়ে রেলপরিবহন।
বাংলাদেশে রেলওয়ের নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে রাজধানীর কারওয়ানবাজার-এফডিসি সংলগ্ন রেল লাইন আটকে রেখে অবস্থান নেন অস্থায়ী শ্রমিকরা।
শ্রমিকদের অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকা-ব্রাহ্মণবাড়ীয়াগামী ট্রেন তিতাস আটকে পড়ে আন্দোলন স্থলেই। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সিডিউল বিপর্যয়ে পরে রেল পরিবহন। অবরোধ তুলে নিতে ঘণ্টার পর ঘণ্টা | শ্রমিকদের সাথে দেন-দরকার চলে রেলওয়ে কর্মকর্তা ও পুলিশের সাথে।
শ্রমিকদের দাবি মেনে নেওয়া এবং এ বিষয়ে মন্ত্রীর সাথে আলোচনার আশ্বাস পেয়ে বেলা পৌনে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় রেল চলাচল।