স্টাফ রিপোর্টার:
সুইজারল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ। দুপুর ১২টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। গত সোমবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
সংবাদ সম্মেলনে সফর সংশ্লিষ্ট বিষয় ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন সরকার প্রধান।‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে গত ১৩ জুন সুইজারল্যান্ড যান প্রধানমন্ত্রী। সামিটের প্লেনারি সেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ডব্লিউইএফ আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানেও বক্তব্য দেন সরকার প্রধান।
প্রবাসীদের নাগরিক সংবর্ধনা গ্রহণের মাধ্যমে চারদিনের সফর শেষে গত শুক্রবার দিবাগত ২টায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী।