স্পোর্টস ডেস্ক:
বছর দুয়েক আগে কোভিডের সময় এক লাইভে তামিম ইকবাল বলেছিলেন জাতীয় দলের মেন্টর হিসেবে তিনি মাশরাফী বিন মোর্ত্তজাকে চান। তখন ক্রিকেট বোর্ড বিষয়টি আমলে নেয়নি। তবে এবার তামিমের সে চাওয়া পূর্ণ হতে যাচ্ছে।
শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতকালে তামিম তার আবদারের কাথা জানান। প্রধানমন্ত্রীও তাতে সায় দেন।
এ বিষয়ে তামিম গণমাধ্যমকে জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’
‘প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, অবশ্যই মাশরাফি যাবে। মাশরাফি ভাইকেও তিনি প্রস্তুত থাকতে বলেছেন।