রাজনৈতিক ডেস্ক:
আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ ও বিএনপি। এই দুই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকাসহ সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে। অন্যদিকে বিএনপি মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে এক দফার পদযাত্রা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। বুধবার শুধু ঢাকা মহানগরীতে এ পদযাত্রা কর্মসূচি রয়েছে দলটির। এ কর্মসূচি বাস্তবায়নে বড় দুই দলই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফার দাবি আদায়ে বিএনপি গত ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে দলীয় সমাবেশ থেকে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে। পরদিন ১৩ জুলাই বিএনপির পদযাত্রার বিপরীতে ওই দুই দিনই সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচি দেয় ক্ষমতাসীন দল। এর আগে থেকে আন্দোলনরত বিএনপি ও তার মিত্রদের কর্মসূচির দিনে শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করে আসছিল। তবে এখন থেকে আওয়ামী লীগের কর্মসূচি শান্তি ও উন্নয়ন সমাবেশ শোভাযাত্রা হিসেবে পালিত হবে বলে ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের শোভাযাত্রা
আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগ ঢাকা মহানগর ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অন্তর্গত সব জেলা ও মহানগরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে।
এদিন ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে থেকে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সমাবেশে প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের। সমাবেশের পর শোভাযাত্রা শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও সিটি কলেজের সড়ক হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
পরদিন বুধবার আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচি পালিত হবে ঢাকা, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত সব জেলা ও মহানগরে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে এদিন বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রার আগে সাতরাস্তায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের।
তিনি সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করার জন্য দল এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপির পদযাত্রা
আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরসহ দেশের প্রতিটি মহানগর ও জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এদিন সকাল ১০টায় পদযাত্রা শুরু হবে। গাবতলী থেকে পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
পদযাত্রাটি টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোলচত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা (আগারগাঁও), বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্বর), ইত্তেফাক মোড় এবং দয়াগঞ্জ রায়সাহেব বাজার মোড়ে গিয়ে বিকেল ৪টায় ১৩ কিলোমিটারের পদযাত্রা শেষ হবে।
বুধবার শুধু ঢাকা মহানগরে এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিন আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরু হবে। পরে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ীতে (চৌরাস্তা) বিকেল ৪টায় ২৪ কিলোমিটারের পদযাত্রা শেষ হবে। রামপুরা ব্রিজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রায় যুক্ত হবে।
এই পদযাত্রায় প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সমকালকে বলেন, পদযাত্রা সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আশা করছি, বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এ কর্মসূচিতে অংশ নেবেন। এ কর্মসূচিতে গণজোয়ার সৃষ্টি হবে।
মাইকিংয়ে ডিএমপির নিষেধাজ্ঞা
রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি উপলক্ষে প্রচারের জন্য অলিগলিতে মাইকিং করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনসাধারণের ‘বিরক্তি ও শব্দদূষণ রোধে’ বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। গত শনিবার ডিএমপির পক্ষ থেকে চিঠিতে বিএনপিকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠির বিষয়টি গণমাধ্যমকে গতকাল রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়েছে। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছিল দলটি।